বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, দেশের অনেক কর্মকর্তা শতকোটি টাকা দুর্নীতি করলেও তাদের কোনো সাজা নেই। আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা তাদের শেল্টার দেন। কিন্তু মাত্র ২ কোটি টাকার একটি মিথ্যা মামলায় খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে।

সোমবার (১ জুলাই) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাবিব উন নবী খান সোহেল বলেন, বরিশাল মহানগরের কমিটি বিলুপ্ত করা হয়েছে। দ্রুত ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠন করা হবে।

সমাবেশের প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী খালেদা জিয়ার মুক্তি দাবিতে সবাইকে এক হয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবুল হক নান্নু ও আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, রওনাকুল ইসলাম টিপুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ