কক্সবাজারের টেকনাফ থেকে অজ্ঞাত এক যুবকের মাটির নিচে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর। সোমবার (১ জুলাই) বেলা ১১টার দিকে টেকনাফের হ্নীলা লেদা বুচিংগ্যা এলাকার একটি লবণের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী ঢাকা পোস্টকে বলেন, লবণের মাঠে মাটির নিচে পুঁতে রাখা একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী জানান, হ্নীলায় লবণের মাঠে মাটির নিচে চাপা দেওয়া এক ব্যক্তির হাত দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, কালো রঙের প্যান্ট এবং শার্ট পরিহিত। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহ মাটির নিচে চাপা দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে।

সাইদুল ফরহাদ/এমজেইউ