সিরাজগঞ্জের কামারখন্দে ইয়াদ আলী (৭২) নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন।

রোববার (৩০ জুন) সকালে উপজেলার কামারখন্দ হাটখোলা এলাকায় নিজ বসতঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

ইয়াদ আলী রাজশাহীর পবা উপজেলার বাসিন্দা। তিনি কামারখন্দ থানায় চাকরি করার সুবাদে কহিনুর বেগম নামের এক নারীকে বিয়ে করেন এবং কামারখন্দ হাটখোলা এলাকায় নিজস্ব বাড়ি করে থাকতে শুরু করেন। ২০০৮ সালে তিনি পুলিশের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। 

অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল ইয়াদ আলীর বড় ছেলে ওমর ফারুক সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থতা ও শারীরিক পীড়া সহ্য করতে না পেরে এর আগেও বাবা আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন। রোববার সকালে ঘরের ভেতরে কেউ না থাকায় ঘরের ধর্ণার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্নহত্যা করেন তিনি।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুভ কুমার ঘোষ/এমটিআই