সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক ও অটোরিকশার (সিএনজি) সংঘর্ষে দুই পর্যটক নিহত হয়েছেন। সম্পর্কে তারা মা ও ছেলে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রোববার (৩০ জুন) বিকেল ৪টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকার এলাকার খাগাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুজন হলেন- নরসিংদী জেলার সদর থানার কামারগাও গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও তার ৭ বছরের ছেলে আব্দুল্লাহ। 

আহত দুজনের মধ্যে একজন হলেন নরসিংদী জেলার সদর থানার কামারগাঁও গ্রামের শহীদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২৮)। নিহতরা তার স্ত্রী ও সন্তান। আহত অপরজন অটোরিকশা চালক। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর ঢাকা পোস্টকে জানান, নরসিংদী জেলার দেলোয়ার হোসেন তার স্ত্রী-সন্তানসহ কোম্পানীগঞ্জের সাদাপাথর ঘুরতে এসেছিলেন। ফেরার পথে সিলেট থেকে ছেড়ে আসা বিপরীতমুখী ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মা-ছেলে মারা যান। আহত দুজন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা জব্দ করা হচ্ছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মাসুদ আহমদ রনি/জেডএস