সাতক্ষীরা দেবহাটায় বিয়ের অনুষ্ঠান থেকে পালিয়ে গেছেন বর-কনেসহ তাদের পরিবারের লোকজন। মহিলা অধিদপ্তরের হস্তক্ষেপে এ বিয়ে পণ্ড হয়ে গেছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলার পারুলিয়া ইউনিয়নের পলগাদা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বদরতলা হাইস্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত পলগাদা গ্রামের বাবলুর নাবালিকা মেয়ের সঙ্গে একই গ্রামের রফিকুলের ছেলে আল-আমিনের (২২) বিয়ের আয়োজন  ছিল শুক্রবার দুপুরে। কিন্তু বিয়ের আগ মুহূর্তেই পুলিশ-প্রশাসন সেখানে হাজির হওয়ায় বিয়েটি পণ্ড হয়ে যায়।

দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান বলেন, নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমরা সেখানে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ ঘোষণা করে ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে বিয়ে বাড়ির গেট-প্যান্ডেল খুলে ফেলা হয়েছে। বরপক্ষ ও কনেপক্ষ পালিয়ে যাওয়ায় রোববার তাদেরকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করার জন্য পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুকে বলা হয়েছে।

এমএএস