নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের পাখি মাছ।  ডাকের মাধ্যমে মাছটি ১ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। 

শুক্রবার (২৮ জুন) সকালে চেয়ারম্যান ঘাটের মৎস্য আড়তে মাছটি বিক্রি করা হয়। এ সময় মাছটি দেখতে অনেকেই ভিড় জমান।

জেলে সবুজ ঢাকা পোস্টকে বলেন, গত ২ দিন আগে আমার জালে মাছটি ধরা পড়ে। কিছুটা নরম হয়ে গেছে তাই দাম কম পেয়েছি। ২০ কেজির মাছ কম হলেও ১৫ হাজার টাকা পেতাম।  আজ সকালে  ১২০০ টাকায় বিক্রি করেছি। বছরে দুই একবার এ ধরনের বড় মাছ জালে উঠে।

ব্যবসায়ী জিল্লুর রহমান আবির ঢাকা পোস্টকে বলেন, এই মাছগুলো বেশ দ্রুত গতিসম্পন্ন তাই অনেকে পাখি নামেও চিনে। বেশ সুস্বাদু হওয়ায় এই মাছের চাহিদা অনেক। তবে নরম হলে দাম কম পাওয়া যায়। এনায়েত ব্যাপারি নিলামে মাছটি ১২০০ টাকায় কিনেছেন।

এনায়েত ব্যাপারি ঢাকা পোস্টকে বলেন, ফারাবি মৎস্য আড়তের মাধ্যমে আমি মাছটি কিনেছি। মাছটি দেখতে অনেকেই ভিড় জমিয়েছে। খেতে সুস্বাদু হওয়ায় দাম ভালো পাওয়া যায়।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান ঢাকা পোস্টকে বলেন, স্থানীয় এলাকায় এই মাছটি ‘পাখি মাছ’ এবং ‘গোলপাতা মাছ’ হিসেবে পরিচিত। এটি গভীর সমুদ্রের মাছ। এর বৈজ্ঞানিক নাম সেইল ফিস (Sail-Fish)। তবে এ অঞ্চলে এই মাছ পাখি হিসেবে পরিচিত। খেতে খুব সুস্বাদু। বিদেশে পাখি মাছের চাহিদা রয়েছে তাই রপ্তানি হয়ে থাকে।

হাসিব আল আমিন/এএএ