গাইবান্ধায় ৯ বছরের একটি শিশু ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এই রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমান। ৩৬ বছর বয়সী সাজাপ্রাপ্ত আসামির নাম আব্দুল আলিম আঙ্গুর। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার পারাইল গ্রামের  মৃত আছাব আলীর ছেলে।

মামলার এজাহার, নথি ও আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক দোকান থেকে বাড়ি ফিরছিল ৯ বছর বয়সী ওই শিশু। পথে আসামি আলিম শিশুটিকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি গোপন রাখতে ভয়ভীতিও দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু বাড়িতে গিয়ে শিশুটি গোপনাঙ্গের ব্যথায় কান্নাকাটি করলে একপর্যায় মেয়টির মা সম্পূর্ণ ঘটনা জানতে পারেন।

পরে এ ঘটনায় শিশুটির মা বিউটি বেগম বাদী হয়ে আব্দুল আলিমকে একমাত্র আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরদিন পুলিশ ওই মামলায় আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সেসময়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীও দিয়েছিলেন আসামি।  

রাতে রায়ের বিষয়টি মোবাবাইল ফোনে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহীন গুলশান নাহার মুনমুন। জানতে চাইলে তিনি বলেন, শুনানি ও প্রমাণাদি পর্যালোচনা শেষে আদালত অভিযুক্ত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করেছেন। মামলার আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. সিদ্দিকুল ইসলাম রিপু।

রিপন আকন্দ/এনএফ