কাজী রফিকুল আশরাফ ওরফে রাজিব

ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলার ঘটনায় কাজী রফিকুল আশরাফ ওরফে রাজিবকে গ্রেপ্তার করেছে ডিবি। বৃহস্পতিবার (২৭ জুন ) দুপুরে শৈলকুপা পৌর এলাকার চৌরাস্তা মোড় রোড থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাজিব শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র কাজী আশরাফুল আজমের ছেলে। 

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, শৈলকুপা থানায় হামলার পরিকল্পনা ও নেতৃত্বদানকারীদের অন্যতম হিসেবে মামলার আসামি কাজী রফিকুল আশরাফ রাজিবকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 
 
প্রসঙ্গত, গত ৯ জুন শৈলকুপা থানায় বেপরোয়া হামলা, ভাঙচুর ও আক্রমণের ঘটনা ঘটে। ক্ষমতাশীন দলের নামে একটি চক্র পরিকল্পিতভাবে এমন হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় শৈলকুপা ও ঝিনাইদহ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে সেই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ অনেকে গুরুতর আহত হয়। থানাসহ পুলিশের ওপর আক্রমণের এমন ঘটনায় দেশজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনায় পুলিশ ১১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে মামলাটি ডিবি পুলিশের ওপর হস্তান্তর হয়।

আব্দুল্লাহ আল মামুন/এমএএস