কুমিল্লার হোমনায় বিষধর সাপের কামড়ে তানজিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) বেলা ১২টার দিকে মৃত্যু হয় তার।

তানজিনা হোমনা উপজেলার গোয়ারি ভাঙ্গা এলাকার আলী আহমেদের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ৭টার দিকে নিজের ঘরে শুয়ে ছিলেন তানজিনা। এ সময় কালো রঙের একটি বিষধর সাপ কামড় দেয় তাকে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে অ্যান্টিভেনম ডোজ দেওয়া শুরু করেন। অ্যান্টিভেনমের ডোজ দেওয়া শেষ না হতেই স্বজনরা তাকে হাসপাতাল থেকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে আবারও হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। 

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম জানান, সাপে কাটা ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তাকে অ্যান্টিভেনম দেওয়া শুরু হয়। এ সময় তাকে হাসপাতালে ভর্তি থাকতে বলা হয়। কিন্তু ডোজ চলাকালীন মাঝামাঝি সময়ে তাকে জোর করে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়। আমরা অনেক চেষ্টা করেও আটকাতে পারিনি। পরে যখন আবার ওই গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছে ততক্ষণে তার মৃত্যু হয়।  তিনি বলেন, যে সাপটি তাকে কেটেছে সেটি বিষধর ছিল। 

আরিফ আজগর/এএএ