জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাঠে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে বাবুল মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ওই কৃষককে মৃত ঘোষণা করেন।

মৃত কৃষক বাবুল মিয়া উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল মিয়া মঙ্গলবার দুপুরে বাড়ির পাশেই ধানখেতে ঘাস কাটতে যান। বাড়ি ফেরার পথে ধানখেতের আইলে থাকা একটি সাপ তার পায়ে কামড় দেয়। সাপে কামড় দেওয়ার পরে ওই কৃষক চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন ওই কৃষককে তার বাড়িতে পৌঁছে দেন। চিকিৎসার জন্য প্রথমে তিনি কবিরাজের বাড়িতে যান। এরপর অবস্থার অবনতি হলে বাবুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ধানখেত থেকে ঘাস কেটে আইল ধরে বাড়ি ফিরছিল। কিছুটা পথে আসার পরে সাপে ছোবল দেয়। ওই কৃষক সাপটি ভালো করে দেখতে পারেনি। তাও কী সাপ কামড়েছে বলা যাচ্ছে না।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ঢাকা পোস্ট কে মো. রবিউল ইসলাম বলেন, সাপের কামড়ে কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

তিনি আরও বলেন, কাউকে সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে নিতে হয়। এতে জীবন রক্ষার সুযোগ থাকে।

রকিব হাসান নয়ন/আরকে