বগুড়ার সুখানপুকুর স্টেশনে পৃথক ট্রেনের ইঞ্জিন বিকল ও লাইনচ্যুত হয়ে প্রায় তিন ঘণ্টা চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার (২৫ জুন) সকাল সোয়া ৮টার দিকে গাবতলী উপজেলার সুখানপুকুরে পদ্মরাগ মেইল ও কলেজ ট্রেনে এই ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন দুটি যাত্রী নিয়ে গন্তব্যস্থলে চলে যায়। গাবতলী স্টেশন মাস্টার ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সকালে ক্রসিংয়ের জন্য কলেজ ট্রেনটি লুপ লাইনে (পার্শ্ব লাইন) সময় লাইনচ্যুত হয়। এর কিছুক্ষণ পর গাবতলী স্টেশন ছেড়ে গাইবান্ধার দিকে যাওয়ার পথে পদ্মরাগ মেইল টোয়েন্টি ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সময় বাঁচাতে লাইনচ্যুত হওয়া কলেজ ট্রেনের ইঞ্জিন পদ্মরাগ মেইলের সাথে জুড়ে দেওয়া হয়। এরপর বেলা ১১টার দিকে পদ্মারাগ ট্রেনটি গাইবান্ধার দিকে চলে যায়। আর বেলা সাড়ে ১১টার দিকে সান্তাহার জংশন থেকে আরেকটি ইঞ্জিন এনে কলেজ ট্রেনটি নিয়ে যায়। 

স্টেশন মাস্টার ইমরুল কায়েস বলেন, লাইনচ্যুত হলেও মূল লাইন চালু ছিল। এজন্য ট্রেনের যোগাযোগ বন্ধ ছিল না। দুই ট্রেনের সমস্যার সমাধান করতে সবমিলিয়ে তিন ঘণ্টা লেগেছে। এখন সবকিছু স্বাভাবিক আছে। 

আসাফ- উদ-দৌলা নিওন/আরকে