গাজীপুরে ২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার (২৩ জুন) গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

অভিযানে ৮ জন অবৈধ গ্যাস সংযোগকারীকে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রীতা।

গাজীপুর তিতাস গ্যাস অফিসের উপ ব্যবস্থাপক আসাদুজ্জামান আজাদ বলেন, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের সালনা মন্ত্রী বাড়ি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

অভিযানে সিটি করপোরেশনের সালনা এলাকার বিভিন্ন বাসা বাড়ির ২০০টি চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ গ্যাস সংযোগের কাজে ব্যবহৃত পাইপ উত্তোলন করা হয়। এ সময় ৮ জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানের তিতাস গ্যাস গাজীপুর অফিসের  উপ-ব্যবস্থাপক আসাদুজ্জামান আজাদ, আমিরুল ইসলাম, ফয়সাল আহমেদ, সহকারী প্রকৌশলী রাকিব হাসান এবং হাসান আল ফয়সাল উপস্থিত ছিলেন।

শিহাব খান/এএএ