বরগুনার আমতলীতে বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে হলদিয়া হাট সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে নিহত ৯ জনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।

শনিবার (২২ জুন) দিবাগত রাতে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের মধ্যে সাতজনের মরদেহ মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া এলাকার উদ্দেশে নেওয়া হয়েছে। বাকি দুইজনের মরদেহ বরগুনা জেলার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়ায় নেওয়া হয়েছে।

নিহতরা হলেন– শরীয়তপুরের রাইতি, রুমি বেগম, ফরিদা বেগম (৪০), মুন্নি বেগম (৪০), তাহিয়া (৭), তাসদিয়া (১১), ফাতেমা বেগম (৪০), বাকি দুইজন আমতলীর জাকিয়া (২৮) ও মেয়ে রিদি (৫)।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ময়নাতদন্ত করা হয় নিহতের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য, এখানে মৃত্যুর কারণ সবাই জানে। এছাড়াও নিহতের পরিবার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনসহ জোর অনুরোধ করেছে যাতে ময়নাতদন্ত না করা হয়। তাই জেলা প্রশাসক স্যারের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (২২ জুন) দুপুর ২টার দিকে আমতলী উপজেলার হলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেতুর দুই পাশে আগে থেকেই সতর্কীকরণ নোটিশ টানানো ছিল।

এসএসএইচ