বরগুনার আমতলীতে বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে হলদিয়া হাট সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ৯ জন নিহতের ঘটনায় খালে পড়া যাওয়া গাড়িটি ১২ ঘণ্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি।

শনিবার (২২ জুন) দিবাগত রাত ১টার দিকে মাইক্রোবাসটি শনাক্ত করার পর পুলিশের রেকার দিয়ে টেনে খালের কিনারে নিয়ে রাখা হয়েছে। তবে খালে পড়া অটোরিকশাটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বরগুনা জেলা ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো মিজানুর রহমান বলেন, ঘটনার পরপরই আমরা পটুয়াখালী জেলা পুলিশের কাছে রেকারের সাহায্য চাই। আসার সঙ্গে সঙ্গে আমরা উদ্ধার কাজ শুরু করেছি। উৎসুক মানুষের জন্য উদ্ধার কাজ করতে প্রচুর বেগ পোহাতে হচ্ছে। মাইক্রোবাসটি শনাক্ত করেছি, উদ্ধার কাজ চলমান আছে। তবে অটোরিকশাটি এখনো শনাক্ত করতে পারিনি।

উল্লেখ্য, শনিবার (২২ জুন) দুপুর ২টার দিকে আমতলী উপজেলার হলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেতুর দুই পাশে আগে থেকেই সতর্কীকরণ নোটিশ টানানো ছিল।

এসএসএইচ