লক্ষ্মীপুরে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের দেওয়া ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্সে যাত্রী বহন করা হচ্ছে। শনিবার (২২ জুন) দুপুরে শহরের ঝুমুর এলাকায় সদরের শাকচর ইউনিয়নের অ্যাম্বুলেন্সে কয়েকজন ঢাকাগামী যাত্রী দেখা গেছে। ওই যাত্রীরা জানিয়েছেন, তারা জনপ্রতি ৭০০ টাকা ভাড়ায় অ্যাম্বুলেন্সে উঠেছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।   

জানা গেছে, ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্সে মোবাইল অ্যাপের মাধ্যমে কম খরচে জনগণ সুফল পাওয়ায় সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা ক্যাটাগরিতে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩’ পেয়েছিল লক্ষ্মীপুর জেলা প্রশাসন। 

এর আগেও রাজনৈতিক ও ব্যক্তিগত কাজে ব্যবহার করে অ্যাম্বুলেন্স বিতর্কে জড়িয়েছিলেন কমলনগরের চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ ও রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আবু সালেহ মোহাম্মদ মিন্টু ফরায়েজি। তখন মিন্টু ফরায়েজিকে ৫০ হাজার টাকা জরিমানাও গুনতে হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পর ভিডিওতে ড্রাইভার নুরুল আমিনকে বলতে শোনা যায়, ঈদ পরবর্তী সড়কে ঢাকাগামী প্রচুর যাত্রী। কিন্তু সে তুলনায় গাড়ি নেই। ঝুমুর দিয়ে যাওয়ার সময় কয়েকজন তাকে ডেকেছেন। এজন্য গাড়িতে যাত্রী নিয়েছেন। যাত্রীদের অনুরোধেই তাদেরকে নিয়ে ঢাকায় যাচ্ছেন। সরকার অ্যাম্বুলেন্স দিয়েছেন জনগণের জন্য। এখন যাত্রীদেরই সেবা দিচ্ছেন।

যোগাযোগ করা হলে অ্যাম্বুলেন্স চালক নুরুল আমিন বলেন, আমার ভুল হয়েছে। চেয়ারম্যান আমাকে ফোন দিয়ে গাড়ি দিয়ে দিতে বলেছেন। এ ধরনের ভুল আর হবে না।

শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে আমি তাৎক্ষণিক ড্রাইভারকে কল দিয়েছি। তার কাছ থেকে গাড়িটি নিয়ে নেওয়া হবে। কোনোভাবেই রোগীর পরিবর্তে অ্যাম্বুলেন্সে যাত্রী উঠানোর সুযোগ নেই। আমি ইউনিয়ন পরিষদে নিয়ে গাড়ি রাখতে বলেছি।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, ঘটনাটি আমি জেনেই ইউপি চেয়ারম্যানকে বলেছি গাড়িটি ওই ড্রাইভারের থেকে নিয়ে নিতে। এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হবে। অ্যাম্বুলেন্সে যাত্রী বহনের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, জেলায় প্রান্তিক অঞ্চলের মানুষের সেবা নিশ্চিত করতে ‘স্বপ্নযাত্রা’ নাম দিয়ে দুটি ওয়াটার অ্যাম্বুলেন্সহ ১৭টি অ্যাম্বুলেন্স চালু করা হয়। এ অ্যাম্বুলেন্সকে কেন্দ্র করে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩’ পায় লক্ষ্মীপুর জেলা প্রশাসন।

হাসান মাহমুদ শাকিল/আরএআর