গাইবান্ধায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, আহত স্ত্রী
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রতন মন্ডল (৩২) নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী হাজেরা বেগম (২৬) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ জুন) বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রতন মন্ডলের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে। তিনি ওই গ্রামের আনিছুর রহমানের ছেলে। গুরুত্বর আহত স্ত্রী হাজেরা বেগমকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, মোটরসাইকেলে রতন মন্ডল স্ত্রীকে সঙ্গে নিয়ে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় রংপুরগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রতন মন্ডল নিহত ও আহত হয় তার স্ত্রী হাজেরা বেগম। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
রিপন আকন্দ/এমজে