৮ দিন পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু আজ
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে টানা ৮ দিন পর দেশের তৃতীয় বৃহত্তম সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২২ জুন) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এএসএম মাকসুদ খান জানান, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষ্যে গত সপ্তাহের ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আট দিন বন্ধ থাকার পর শনিবার (২২ জুন) সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন
ভোমর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিয়া হোসাইন জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে টানা আট দিন ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।
ভোমরা স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার এনামুল হক বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম আট দিন বন্ধ ছিল। দুদেশের নেতৃবৃন্দরা আলোচনা করে এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নেয়। শনিবার যথারীতি আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।
ইব্রাহিম খলিল/এমজে