কিশোরগঞ্জের হোসেনপুরে মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বউ আনলেন রাজিব মিয়া নামে এক যুবক। তিনি উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামের খালাশী বাড়ির সাহাবুদ্দিন সর্দারের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলার সোনাতলা থানার মধুপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রেজাউল করিমের মেয়ে ডা. মোছা. রুমানা আক্তারকে বিয়ে করে হেলিকপ্টারে চড়ে বাড়িতে ফিরেছেন তিনি। এ সময় হেলিকপ্টারটি দেখতে ভিড় জমান এলাকাবাসী।

জানা যায়,উপজেলার চরকাটিহারী গ্রামের শাহাবুদ্দিন সর্দার ও সেলিনা দম্পতির ৩ ছেলে মেয়ের সবার ছোট রাজিব। মায়ের স্বপ্ন ছিল ছোট ছেলের বউ বাড়ি আনবেন হেলিকপ্টারে চড়িয়ে। 

বরের মামা বিল্লাল সর্দার বলেন, মায়ের ইচ্ছাপূরণের জন্যই রাজিব হেলিকপ্টারে করে বিয়ে করেছে। এতে আমার বোনসহ সকলেই খুশি। 

বরের চাচাতো ভাই পারভেজ সর্দার বলেন, আমরা গর্বিত হেলিকপ্টারে চড়ে আমাদের বাড়িতে নববধূ এসেছে।  

বরের মা সেলিনা আক্তার বলেন, রাজিব আমাদের ছোট সন্তান। ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করানোর স্বপ্ন ছিল আমার দীর্ঘদিনের। আল্লাহ আমার সেই স্বপ্ন আজ পূরণ করেছে। এই জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া। 

জিনারী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আমিনুল হক মাখন মৃধা বলেন, রাজিব আমাদের এলাকার সন্তান। সে তার মায়ের স্বপ্ন পূরণ করেছে এতে অনেক খুশি হয়েছি। তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় দোয়া রইলো। প্রতিটি সন্তান যেন মায়ের স্বপ্ন পূরণ করতে পারে সেই কামনা করি।

মোহাম্মদ এনামুল হক হৃদয়/এনএফ