সিলেটের পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। বুধবার (১৯ জুন) সিলেটের দক্ষিণ সুরমা ও গোয়াইনঘাট উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- দক্ষিণ সুরমার ঝালোপাড়ার মিনতি রানী (৪০) ও গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নের হাদারপার বাজারের নাজমিন আক্তার (১০)।

দক্ষিণ সুরমা থানার কদমতলি ফাঁড়ির ইনচার্জ দেবাংশু পাল ও গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ সুরমার ঝালোপাড়ায় মন্দিরের পানির পাম্পে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মিনতি রানী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিনতি ঝালোপাড়ার নৃসিংহ জিউর আখড়ার পার্শ্ববর্তী বাসার বাসিন্দা।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার কদমতলি ফাঁড়ির ইনচার্জ দেবাংশু পাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মিনতি রানীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ময়নাতদন্ত হবে কি না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে একই দিন রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নের হাদারপার বাজার সংলগ্ন উপরঘামে নাজমিন আক্তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

স্থানীয় সংবাদকর্মী সুলেমান সিদ্দিকী জানান, বুধবার রাত ৮টা থেকে অন্যান্য শিশুদের সঙ্গে লুকোচুরি খেলছিল নাজমিন আক্তার। লুকোচুরি খেলার একপর্যায়ে বিদ্যুৎ শটসার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নাজমিন মারা যায়। নাজমিন আক্তার বিছনাকান্দি ইউনিয়নের উপরঘাম গ্রামের আব্দুলাহ মিয়ার দ্বিতীয় মেয়ে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, উপরঘামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমিন আক্তার নামের এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। মরদেহটির পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

মাসুদ আহমদ রনি/এমজেইউ