গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-প্রাইভেটকার ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা আরও তিনজন।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চর প্রসনদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাঘদী ইউনিয়নের মুলদী গ্রামের মুকুল আলী শেখের ছেলে রাজিব শেখ (২২) ও বকুল বেগম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবু নোমান বলেন, দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চর প্রসনদি এলাকায় বরিশালগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী একটি প্রাইভেটকার ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা যাত্রী বকুল বেগম ও চালক রাজিব শেখ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি আরও বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এমজেইউ