খুলনার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট শেষ হয়েছে আজ সোমবার (১৭ জুন) ভোর সাড়ে ৪টায়। মহানগরীর জোড়াগেট কাঁচাবাজার চত্বরে অবস্থিত খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) পরিচালিত এই হাটে ৬ হাজার ২৬৮টি কোরবানির পশু বিক্রি হয়েছে। এ থেকে কেসিসির রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ৫২৭ টাকা।

হাটের রাজস্ব আদায় কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা কেসিসির সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ঈদের দিন ভোর পর্যন্ত হাটে বিক্রি হওয়া কোরবানির পশুর মধ্যে ৩ হাজার ৯৮২টি গরু, ২ হাজার ১৬২টি ছাগল, ১২২টি ভেড়া এবং দুটি মহিষ রয়েছে।

এর আগে গত বছর জোড়াগেট পশুর হাটে সাত দিনে ৬ হাজার ২০টি পশু বিক্রি হয়। কেসিসির রাজস্ব আদায় হয়েছিল ২ কোটি ২১ লাখ ৪ হাজার ৯৬২ টাকা। এ বছর ৪৯২টি পশু কম বিক্রি হয়েছে।

তার আগের বছর অর্থাৎ ২০২২ সালে পশু বিক্রি হয়েছিল ৬ হাজার ৭৬০টি। রাজস্ব আদায় হয়েছিল ২ কোটি ২৫ লাখ ৬০ হাজার ৭৪৫ টাকা।

প্রসঙ্গত, গত ১০ জুন দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এই হাটের উদ্বোধন করেন। ইজারাদার না পাওয়ায় গত ১৪ বছর ধরে কেসিসি নিজস্ব ব্যবস্থাপনায় হাটটি পরিচালনা করে আসছে।

মোহাম্মদ মিলন/এমজেইউ