রংপুর মহানগরীর ইউসেপ টিভিইটি ইনস্টিটিউট ভবনের আবাসিক কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে প্রশিক্ষণার্থীদের লেপ, তোশকসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

শনিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে দমদমা ধর্মদাস মুসলিমপাড়ায় অবস্থিত ইউসেপ রংপুর টিভিইটি ইনস্টিটিউটের আবাসিক ভবনে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে দুটি ইউনিটের কর্মীরা।

আগুনের সূত্রপাত বিষয়ে ইউসেপ রংপুর অঞ্চলের ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, বিকেল আনুমানিক সোয়া ৩টার দিকে টিভিইটি ইনস্টিটিউটের আবাসিক ভবনে প্রশিক্ষণার্থীদের থাকার ঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে। নিরাপত্তাপ্রহরীরা চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে তাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রশিক্ষণার্থীরা ঈদের ছুটিতে থাকায় কারও ক্ষতি হয়নি। শুধু আসবাবপত্র পুড়ে গেছে। সবমিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বাদশা মাসুদ আলম বলেন, আমরা ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠিয়েছিলাম। পরে আরও একটি ইউনিট যুক্ত করা হলেও সেটি ব্যবহার হয়নি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক গোলযোগ থেকে হতে পারে বলে ধারণা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে পারবে।

ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ