নোয়াখালীতে সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মো. আজাদ হোসেন নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জুন) রাত ১১টার দিকে জেলা শহরের সোনাপুর-চৌমুহনী প্রধান সড়কের নোয়া কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত মো. আজাদ হোসেন নোয়াখালী পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও একই ওয়ার্ডের গোপাই গ্রামের মৃত শামসুল হক খলিফার ছেলে। 

নোয়াখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহিদুর রহমান শামিম ঢাকা পোস্টকে বলেন, আজাদ ব্যবসায়ী ও বিএনপি নেতা। তিনি নোয়া কনভেনশন হলের সামনে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দক্ষিণ দিক থেকে চৌমুহনীগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে আঘাত করে গুরুতর আহত করে।

আহত অবস্থায় স্থানীয় এলাকাবাসী তাকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ঢাকা পোস্টকে বলেন, বিএনপি নেতা মো. আজাদ হোসেনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। স্বজনরা তার মরদেহ রাতেই হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। শনিবার (১৫ জুন) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফনের কথা রয়েছে। নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। দোয়া করি যেন পরিবারটি শোক সইবার শক্তি পায়।  

সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের মরদেহ বর্তমানে নিহতের নিজ বাড়িতে রয়েছে। দুর্ঘটনাস্থল হতে আমরা মোটরসাইকেলটি উদ্ধার করেছি তবে চালক পালিয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

হাসিব আল আমিন/পিএইচ