টাঙ্গাইলে ঢাকাগামী গাড়ির চাপ কমেছে। বঙ্গবন্ধু সেতুপূর্ব-ভূঞাপুর-টাঙ্গাইল ২৯ কিলো‌মিটা‌রের আঞ্চ‌লিক সড়ক এখন অনেকটাই ফাঁকা রয়েছে। শুক্রবার (১৪ জুন) বিকেল ৩টার পর থেকে ফাঁকা হ‌য়ে যায় সেতুপূর্ব-ভূঞাপুর-টাঙ্গাইল সড়ক। 

এর আগে ঢাকাগামী যানবাহন ওই সড়ক দি‌য়ে চলাচল করায় ১০ কি‌লো‌মিটার এলাকায় যানজটের সৃ‌ষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। প্রায় তিন ঘণ্টা পর সড়ক‌টিতে যান চলাচল স্বাভাবিক হ‌য়। এখন ধীরগ‌তি বা যানজট নেই আঞ্চ‌লিক ওই সড়কে। 

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লি‌শ ফা‌ড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, টাঙ্গাইলের মহাসড়ক বা আঞ্চ‌লিক সড়‌কের কোথাও কোনো যানজট বা ধীরগ‌তি নেই। স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচল কর‌ছে যানবাহনগু‌লো। ত‌বে সন্ধ‌্যার পর আবার মহাসড়‌কে চাপ বাড়তে পা‌রে। 

অভিজিৎ ঘোষ/আরএআর