টাঙ্গাইলের ভূঞাপুরে অগ্নিকাণ্ডে ৭টি দোকান ভস্মীভূত হয়েছে। গতকাল উপজেলার ফলদা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চালের দোকান, ইলেক্ট্রিক ও হার্ডওয়্যার, মুদি দোকান, ফার্নিচার ও রড সিমেন্টের দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। 

আগুনে প্রায় পৌনে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

স্থানীয়রা জানান, ভোররাতে ফলদা বাজারে একটি মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ধীরে ধীরে আশপাশের আরও ৬টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। পরে ভূঞাপুর ও গোপালপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। 

ভূঞাপুর ফায়ার স্টেশন লিডার (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে ভূঞাপুর হতে ফলদা যাওয়ার সড়কটি খুবই খারাপ। এজন্য ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে। 

অভ‌িজিৎ ঘোষ/এনএফ