ঠাকুরগাঁও‌য়ে ভাতার টাকা হাতিয়ে নিতে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। নি‌জে‌দের সমাজসেবা কর্মকর্তা পরিচয় দিয়ে হাতিয়ে নিয়েছে হাজারো সুবিধাভোগীর বিকাশ-নগদ অ্যাকাউন্টের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নম্বর। 

এ বিষয়ে গত ক‌য়েক‌দিন ধ‌রে প্রতারণার শিকার সুবিধাভোগীরা জেলার রাণীশং‌কৈল থানায় অ‌ভি‌যোগ করেন। এরপরই অ‌ভিযা‌নে না‌মে পু‌লিশ। অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত চ‌ক্রের তিন সদস্যকে গ্রেপ্তার ক‌রেছে পু‌লিশ। গত মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের পু‌লিশ সুপার উত্তম প্রসাদ পাঠক তার নিজ কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মে‌নে এ তথ্য জানান। পু‌লিশ সুপার ব‌লেন, গত ১ জুন থেকে সরকার নতুন করে ৫ লাখ প্রতিবন্ধী ভাতা-ভোগীকে বিকাশ-নগদের মাধ্যমে এক বছরের ভাতা দশ হাজার দুইশত টাকা করে প্রদান করছে। অপরাধ চক্রটি কৌশলে এ তালিকা সংগ্রহ করেছে।অ‌র্থের বি‌নিময় প্রতারকরা প্রথমে প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা-ভোগীদের তালিকা যেসব সরকারি-বেসরকারি দপ্তরের সংরক্ষিত থাকে, সেসব প্রতিষ্ঠান থে‌কে সংরক্ষণ ক‌রেন। এরপর প্রতারকরা নি‌জে‌দের সমাজ‌সেবা অ‌ফিসার প‌রিচয় দি‌য়ে ব্রিলিয়ান্ট অ্যাপের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা-ভোগীদের ফোন করে ভাতা পাঠা‌নোর নামে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) জেনে নেয়। এভাবে প্রতারক চক্র টাকা হাতিয়ে নিচ্ছে।


 
পু‌লিশ সুপার আরও ব‌লেন, এ ঘটনায় অ‌ভি‌যোগ আসার পর তদন্তে নেমে এ চ‌ক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়।  

তারা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মো .আজল হক (৫৭), কামরুল ইসলাম ওর‌ফে হিরু (২৫) ও মো.শাকিল (২৩)। তা‌দের বিরু‌দ্ধে সং‌শ্লিষ্ট থানায় মামলা হ‌য়ে‌ছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন, সিম, বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের কিট, অর্থ লেনদেনের রেকর্ডপত্র ও সিপিইউ জব্দ করা হয়। বিকেলে ঠাকুরগাঁও বিচা‌রিক আদাল‌তের মাধ্যমে আসা‌মি‌দের কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরিফ/এমএএস