টাঙ্গাইলের ভুঞ‌াপু‌রে কি‌শোর গ্যাংয়ের বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেওয়ার দাবিতে বি‌ক্ষোভ মিছিল ক‌রে‌ছে গ্রামবাসী। তাদের হাত থেকে প্রতিকার চে‌য়ে জেলা প্রশাসক বরাবর স্মারক‌লি‌পিও দেওয়া হ‌য়ে‌ছে। 

গতকাল সন্ধ‌্যায় ভুঞাপুর পৌরসভার ঘাটা‌ন্দি গ্রা‌মের লোকজন বি‌ক্ষোভ মি‌ছিল বের করেন। এর আগে উপ‌জেলা সাব‌রে‌জি‌স্ট্রার কার্যাল‌য়ের সাম‌নে প্রতিবাদ সভা করা হয়। 

বি‌ক্ষোভ মি‌ছিলে যারা অংশ নেন তারা জানান, উপ‌জেলায় কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং বে‌ড়ে‌ছে। দীর্ঘদিন ধরে চিহ্নিত কয়েকটি কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ট মানুষজন। মাদক সেবন, মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, হামলার ঘটনা ঘট‌ছে। এতে হুমকির মুখে পড়েছে ব্যবসায়িক ও সামাজিক নিরাপত্তা।  

বি‌ক্ষোভ মি‌ছি‌লে উপ‌স্থিত ছি‌লেন— ভূঞাপুর পৌরসভার কাউন্সিলর খন্দকার জা‌হিদ হাসান, জেলা প‌রিষদ সদস‌্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, সা‌বেক সদস‌্য আজাহারুল ইসলাম আজহার, উপ‌জেলা আওয়াম‌ী লী‌গের নেতা মিনহাজ উদ্দিন প্রমুখ।  

উল্লেখ‌্য, গত মঙ্গলবার দুপুরে পৌরসভার ঘাটা‌ন্দি গ্রা‌মের প্রবাসী জাহাঙ্গীর আলম তালুকদারের ওপর দেশীয় অস্ত্র নি‌য়ে হামলা চালায় কি‌শোর গ‌্যাং‌য়ের সদস‌্যরা। এ সময় হামলাকারীরা প্রবাসীর কা‌ছে থাকা টাকা ছি‌নি‌য়ে নেওয়ার চেষ্টা ক‌রে। ভুঞ‌াপুর সরকারি পাইলট উচ্চ বিদ‌্যাল‌য়ের পুকুরপা‌ড়ে এই ঘটনা ঘটে‌ছিল। 

অভ‌িজিৎ ঘোষ/এনএফ