নাটোরের গুরুদাসপুরে বাড়িতে সাবমার্সিবল পাম্প স্থাপনকে কেন্দ্র করে দুলাভাইয়ের মারধরে শ্যালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুলাভাই লছিমুদ্দিন ওরফে ভাদুকে (৭০) আটক করেছে পুলিশ। বুধবার (১২ জুন) দুপুরে উপজেলার বৃপাথুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত জামাত আলী (৫৫) একই এলাকার নবীর উদ্দিনের ছেলে। অভিযুক্ত লছিমুদ্দিন ওরফে ভাদুর নিহত জামাত আলীর ভগ্নিপতি এবং একই এলাকার অছিমুদ্দীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, পানির পাম্প বসানোকে কেন্দ্র করে দুলাভাই লছিমুদ্দিন ও শ্যালক জামাত আলীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় দুলাভাই লছিমুদ্দিনের ধাক্কায় পড়ে গিয়ে জামাত আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের দুলাভাই লছিমুদ্দিন ওরফে ভাদুকে আটক করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গোলাম রাব্বানী/এমজেইউ