নাটোরের নলডাঙ্গায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর ঘণ্টাখানেক পর ইঞ্জিন মেরামত করলে এই রুটে স্বাভাবিক হয় রেল চলাচল।

মঙ্গলবার (১১জুন) রাত ৮টা ৩৭ মিনিটে দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান আসাদ বলেন, চিলাহাটি থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে আসা তিতুমীর ট্রেনটি মাধনগর স্টেশনে স্টপেজ দেয়। এরপর মাধনগর স্টেশন থেকে ছেড়ে আউটার সিগন্যালের কাছে আসতেই ট্রেনটি বন্ধ হয়ে যায়। 

তিনি বলেন, পরে বিকল হওয়া ইঞ্জিন মেরামত করে প্রায় ১ ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে আসে। কিছুক্ষণ আগে নাটোর স্টেশন পার হয় এই ট্রেনটি।

গোলাম রাব্বানী/কেএ