কুমিল্লার বুড়িচং উপজেলার জামতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে। রোববার (৯ জুন) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে উপজেলার পাচোড়া এলাকায় পতাকা বৈঠকের পর বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার উপস্থিত থেকে মরদেহ স্বজনদের কাছে তুলে দেন। 

রোববার সকাল ৮টায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন আনোয়ার হোসেন (৫০)। তিনি বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। তার স্ত্রী ও চার সন্তান রয়েছে। ঘটনার ১০ ঘণ্টা পর আনোয়ারের মরদেহ পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

আরিফ আজগর/এএএ