খাগড়াছড়ির পানছড়িতে বরুণ বিকাশ চাকমা (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (৮ জুন) রাত ৯টার দিকে পানছড়ির দুর্গম দুদুকছড়ার ভারত সীমান্তবর্তী হাতিমারা এলাকায় এই ঘটনা ঘটে।

বরুণ ওই এলাকার সুধীর বিকাশ চাকমার ছেলে। তিনি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থক বলে জানা গেছে।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এ হত্যাকাণ্ডের জন্য পাহাড়ের অপর একটি আঞ্চলিক সংগঠন জেএসএস (সন্তু) গ্রুপকে দায়ী করেছেন। তিনি জানান, ৩/৪ জন অস্ত্রধারী বাড়িতে ঢুকে বরুণকে গুলি করে পালিয়ে যায়। জেএসএস পাহাড়ের পরিস্থিতি অশান্ত করছে জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম বলেন, ঘটনার খবর শুনেছি। এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে।

মোহাম্মদ শাহজাহান/আরকে