ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের স্থগিত হওয়া বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এ দুটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ দুই উপজেলার ভোটগ্রহণ। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরুর দিকে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়লে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাথরঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কাপ-পিরিচ প্রতীকে বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা কবির, আনারস প্রতীক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, দোয়াত-কলম প্রতীকে এনামুল হোসাইন, ঘোড়া প্রতীকে হাফিজুর রহমান, মোটরসাইকেল প্রতীকে নূর আফরোজা, চিংড়ি মাছ প্রতীকে আকন মোহাম্মদ সহিদ, হেলিকাপ্টার প্রতীকে হেমায়েত হোসেন।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বই প্রতীকে জাহিদ হাসান, উড়োজাহাজ প্রতিকে জামাল হোসেন, মাইক প্রতীকে মোহাম্মদ শওকত হাসান রমিম, তালা প্রতীকে রেজাউল করিম রাজা ও টিউবওয়েল প্রতীকে নাজেস আফরোজ নয়ন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ফাতিমা পারভিন, ফুটবল প্রতীকে নাজমুন নাহার, প্রজাপতি প্রতীকে নিলু রানী ও হাঁস প্রতীকে ফারজানাসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

অপরদিকে বামনা উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ঘোড়া প্রতীকে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু, আনারস প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান ও দোয়াত-কলম প্রতীকে সৈয়দ মানজুরুর রব মূর্তযা আহসান।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি তা করছেন, টিয়া পাখি প্রতীকে আলতাফ হোসেন হাওলাদার, উড়োজাহাজ প্রতীকে জাকারিয়া হোসেন মহারাজ, মাইক প্রতীকে শাহাদাৎ হোসেন রাজু, তালা প্রতীকে আল-আমিন হাওলাদার, টিউবওয়েল প্রতীকে গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, চশমা প্রতীকে সাইফুল ইসলাম সরোয়ার ও বই প্রতীকে আলমগীর হোসেন খান। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে রুমী খানম, কলস প্রতীকে নাজমুন নাহার নাজু ও ফুটবল প্রতীকে মাজেদা খানম ডলি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাথরঘাটা ও বামনা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা দায়িত্ব পালন করছেন। এছাড়া নিরাপত্তার দায়িত্বে পুলিশ, আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।

আব্দুল আলীম/আরকে