অস্ত্রের মুখে জিম্মি করে খামার থেকে ১৩ গরু লুট
ফেনীর দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দাউদ খান নামে এক খামারির ১৩টি গরু লুট করে নিয়ে গেছে ডাকাতরা। শনিবার (৮ জুন) ভোরে উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর গ্রামের খান অ্যাগ্রো ফার্মে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে অ্যাডভোকেট দাউদ খান একটি গরুর খামার শুরু করেছিলেন। এবারের কোরবানির ঈদে বিক্রির জন্য খামারে শাহীওয়াল জাতের ২১টি গরু প্রস্তুত করেছেন তিনি। খামার দেখাশোনা ও পাহারায় দুইজন শ্রমিক রাতে থাকতেন। গরুকে খাবার দিয়ে রাত ৩টার দিকে ঘুমিয়ে যান শ্রমিকরা। পরে দরজার তালা ভেঙে মুখোশ পরা ২০-২৫ জনের অস্ত্রধারী ডাকাত দল ভেতরে ঢুকে দুই শ্রমিককে জিম্মি করে রাখে। সেখানে তাদের বেঁধে মারধর করে ২১টি গরু নিয়ে যায়।
বিজ্ঞাপন
খামারে কর্মরত আবদুর রহমান নামে এক শ্রমিক বলেন, তারা সবাই মুখোশ পরা ছিল। খামারে ঢুকে অস্ত্রের মুখে আমাদের দুইজনকে বেঁধে ফেলে। পরে গোয়ালে থাকা গরু লুট করে নেয়।
ভুক্তভোগী খামার মালিক অ্যাডভোকেট দাউদ খান বলেন, ফজরের নামাজ শেষে হাঁটার জন্য বের হলে মসজিদের সামনে খামারের তিনটি গরু দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়। তাৎক্ষণিক খামারে গিয়ে দেখি, গোয়ালে কোনো গরু নেই। সেখানে দুই শ্রমিকের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পেয়েছি। পরে ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানাই।
তিনি বলেন, খামারে বিভিন্ন জাতের ২১টি বড় গরু ছিল। তার মধ্যে ভোরে স্থানীয়দের সহযোগিতায় ৮টি গরু এলাকার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেছি। এই ৮টি গরু হয়তো গাড়িতে ওঠানোর সময় বিভিন্ন দিকে চলে যায়। গরুগুলো হারিয়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন এই খামারি।
দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। গরু উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
তারেক চৌধুরী/আরএআর