নাটোরে আবারও রেললাইনে ভাঙন, পাটের বস্তায় রক্ষা
নাটোরের বাগাতিপাড়ায় আবারও রেললাইনে ভাঙন দেখা দিয়েছে। এবার এলাকাবাসীর তৎপরতায় ভেঙে যাওয়া রেললাইনে দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ঢালারচর এক্সপ্রেস ট্রেন।
শুক্রবার (৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া রেলগেট এলাকায় রেললাইন ভাঙা দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় রাজশাহী থেকে পাবনাগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেন আসতে দেখে তারা লাল কাপড় ও হাত তুলে থামানোর চেষ্টা করেন। কিন্তু ট্রেনের গতি দেখে স্থানীয় লোকজন রেললাইনের ভাঙা স্থানে পাটের বস্তায় গুঁজে দিলে তার ওপর দিয়ে ধীরগতিতে চলে যায় ট্রেনটি। ফলে লাইনচ্যুতির হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। তবে কিছু দূর গিয়ে ট্রেনটি থেমে যায়।
বিজ্ঞাপন
পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম অসীম কুমার তালুকদার জানান, ট্রেনের পরিচালক বিষয়টি কন্ট্রোল রুমে জানালে আব্দুলপুর জংশন থেকে রেলের কর্মীরা গিয়ে রাত সাড়ে ৮টার দিকে লাইনটি মেরামত করেন। এর আগ পর্যন্ত বস্তা দিয়ে ধীর গতিতে ট্রেন চালানো হয় বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ৮ মে সকালে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় ৪ ইঞ্চি রেললাইন ভেঙে যায়। পরে ভাঙা অংশে পাটের বস্তা গুঁজে ধীর গতিতে চলে ট্রেন।
গোলাম রাব্বানী/আরএআর