অর্থনীতিকে শক্তিশালী করছেন শ্রমিকরা : পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমানে প্রায় সাড়ে তিন কোটি কৃষি শ্রমিক উৎপাদনে রয়েছেন। গার্মেন্টস শিল্পে ৪০ লাখ শ্রমিক কাজ করছেন। এক কোটি শ্রমিক বিদেশে অর্থনীতিকে শক্তিশালী করছেন। এভাবেই শ্রমিকরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছেন।
শনিবার (০১ মে) বিকেলে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হল রুমে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
জুনাইদ আহমেদ পলক বলেন, সিংড়ায় ৩৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে। শ্রমিক পরিবারের সন্তানরা দেশের কল্যাণে কাজ করছেন। প্রতি বছর আমরা শ্রমিককে মালিকে পরিণত করছি। এটা আমাদের আনন্দ।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের সম্মান করতেন, ভালোবাসতেন। জননেত্রী শেখ হাসিনার সরকার শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। শ্রম আইন প্রণয়ন করা হয়েছে। এবার ঈদের আগে করোনাকালীন দুর্যোগে কোনো রকম হয়রানি ছাড়া উন্নত প্রযুক্তি ব্যবহার করে ৫০ লাখ পরিবারের মাঝে আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছে সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, উপজেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।
তাপস কুমার/আরএআর