মাগুরায় ৩ ইউপি সদস্যকে পেটালেন চেয়ারম্যান
মাগুরার শ্রীপুর উপজেলার ৪ নং শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মশিয়ার রহমান ও তার লোকজন ইউনিয়নের তিনজন নির্বাচিত সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৫ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটেছে।
আহত ইউপি সদস্যরা হলেন- আব্দুল আলিম, আব্দুল মজিদ ও মকবুল হোসেন। আব্দুল আলিম ও আব্দুল মজিদ গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
আহত ইউপি সদস্য আব্দুল আলিম জানান, নির্বাচনের পর থেকে গত আড়াই বছর তাদেরকে ইউনিয়ন পরিষদে ঢুকতে দেওয়া হয় না। সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম তাদেরকে বাদ দিয়ে চেয়ারম্যানের পছন্দের লোক দিয়ে করান। কিছু দিন ধরে তারা ইউনিয়ন পরিষদে যাওয়া আশা করলেও তাদের দিয়ে কোনো কাজ করানো হয় না। তাই বুধবার দুপুরে তারা তিনজন ইউনিয়ন পরিষদে যান। গিয়ে তারা মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতার বিষয়ে তাদেরকে বাদ দিয়ে তাদের প্রতিপক্ষদের দিয়ে তালিকা করা ও ভাতা প্রদান করার বিষয়টি বাদ দিতে বলেন। তারা মদনপুর ওয়ার্ডে ছাত্রদলের সাবেক উপজেলা সভাপতি বাবলু মিয়া, খড়িবাড়িয়া ওয়ার্ডের পরাজিত প্রার্থী আব্দুল মতিন ও তখলপুর ওয়ার্ডের পরাজিত প্রার্থী কাজী আব্দুর রউফকে দিয়ে কাজ করাতে নিষেধ করেন।
এতে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে প্রথমে আব্দুল আলীমকে কিলঘুষি মারতে শুরু করেন। এ সময় চেয়ারম্যানের কক্ষে থাকা তার অনুসারী বুলেট ও আশরাফুল তাদেরকে কিলঘুষি মারতে শুরু করেন। পরে চেয়ারম্যানের কক্ষে থাকা হকিস্টিক দিয়ে তাদের তিনজনকে মারতে শুরু করেন। এ সময় ইউপি সদস্য মকবুল হোসেন প্রাণ বাঁচাতে দৌড় দিলে তাকে গেট থেকে চেয়ারম্যানের লোকজন মারধর করে। আব্দুল মজিদকেও আটকে মারধর করেন তারা। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) ভর্তি করেন।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে মদনপুর ও শ্রীপুর গ্রামের চেয়ারম্যানের প্রতিপক্ষের লোকজন চেয়ারম্যান মশিউর রহমানের বাড়িঘরে ইট-পাটকেল ছোড়ে। অপরদিকে চেয়ারম্যানের লোকজনও তিন তলার ছাদ থেকে প্রতিপক্ষের লোকজনের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বলেন, আমি একটি মার্ডার কেসের আসামি। ওই তিন মেম্বার সেই মামলায় আমার বিরোধিতা করেছিল। যে কারণে তাদের সঙ্গে আমার একটু দূরত্ব আছে। এ ছাড়া তারা গত আড়াই বছরে পরিষদে আসে না। কোনো খোঁজখবরও নেয় না। উল্টো বিভিন্ন সুবিধা পাওয়ার জন্যে তারা আমাকে চার্জ করেছিল। যা নিয়ে তাদের সঙ্গে ঝামেলা তৈরি হয়েছে। কিন্তু মারপিট করা হয়নি।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আরএআর