প্রশাসনের পাহারায় এক গ্রামের ভোটাররা ভোট দিলেন অন্য গ্রামে
নেত্রকোণায় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দুয়া উপজেলায় প্রশাসনের পাহারায় এক গ্রামের ভোটাররা অন্য গ্রামের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। বুধবার (৫ জুন) উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার জানান, ছিলিমপুর ও দুল্লী গ্রামের ভোটারদের ভোটকেন্দ্র হচ্ছে ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছিলিমপুর গ্রামের সালমা আক্তার নির্বাচনে প্রার্থী হয়েছেন। অপরদিকে দুল্লী গ্রামের হুমায়ূন কবীর চৌধুরীও নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণে ওই কেন্দ্রে কিছুটা চাপা উত্তেজনা বিরাজ করছিল। পরে দুল্লী গ্রামের ভোটাররা সংঘবদ্ধ হয়ে প্রশাসনের সহায়তায় ভোটকেন্দ্রে যান এবং তারা নির্বিঘ্নে ভোট দেন তাদের পছন্দের প্রার্থীকে।
দুল্লী গ্রামের ভোটার মোস্তাক আহম্মদ বলেন, সকালের দিকে ছিলিমপুর গ্রামের কিছু লোক আমাদের গ্রামের লোকজনকে ভোটকেন্দ্রে যেতে বাধা দিলে আমরা বিষয়টি প্রশাসনকে অবহিত করি। পরে দ্রুত ইউএনও ইমদাদুল হক তালুকদারসহ প্রশাসনের লোকজন আমাদের গ্রামে আসেন। তারা গ্রামের ভোটারদের তাদের সঙ্গে করে কেন্দ্রে নিয়ে যান। পরে আমরা শান্তিপূর্ণভাবে সেখানে আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দেই।
উপজেলায় মোট ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে ও ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। উপজেলায় ৯৬টি ভোটকেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৭২ হাজার ৩৩২ জন।
বিজ্ঞাপন
চয়ন দেবনাথ মুন্না/আরএআর