রাজশাহীর বাঘা উপজেলায় ঝড়ের সময় উপড়ে পড়া বটগাছের নিচে চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। 

গতকাল রাত সাড়ে ৯টার দিকে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের চকবাজার গ্রামের রাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জালাল উদ্দিন (৪০), জাকির হোসেন (৩৫)। আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

এহসারুল্লাহ নামের স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, রাতে বৃষ্টির সাথে ঝড়ও শুরু হয়। এ সময় হঠাৎ গ্রামের পুরোনো বটগাছটি উপরে পড়ে। এতে অনেকেই আহত হন। গাছের নিচে চাপা পড়ে দুই জনের মৃত্যু হয়। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।  

রাজশাহীর বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, রাতে বৃষ্টির সঙ্গে আকস্মিক ঝোড়ো হওয়া বয়ে যায়। এতে রাজার মোড় এলাকার একটি পুরাতন  বটগাছ উপড়ে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। এই ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। কয়েকজনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

শাহিনুল আশিক/এনএফ