ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ২ দিনমজুরের মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বিকেলে উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মিরাশী ইউনিয়নের রূপসপুর গ্রামের মৃত সতীশ দেবনাথের ছেলে প্রসেন্দ্র দেবনাথ (৩৫) ও ভোলারঝুম গ্রামের মৃত রহিম উল্লাহর ছেলে আব্দুস সালাম (৪০)।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) হিল্লোল রায় বলেন, চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর এলাকায় জিতু মিয়ার ধানক্ষেতে দিনমজুর হিসেবে কাজ করছিলেন প্রসেন্দ্র দেবনাথ ও আব্দুস সালাম। সকাল থেকে হালচাষের কাজ করছিলেন তারা। বিকেলে হঠা বৃষ্টিসহ বজ্রপাতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে তাদের মৃত্যুর ঘটনায় বিনা ময়নাতদন্তে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএআর