ঝালকাঠিতে পারিবারিক বিরোধের জেরে মাহফুজুর রহমান (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের বাবা আমির আলী হাওলাদার (৪০) ও মা ফিরোজা বেগমকেও (৩৫) কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে সদর উপজেলার নতুন স্টেডিয়াম রোডের বিকনা এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা হাওলাদার নামে একজনকে আটক করেছে। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমির আলী হাওলাদারের সঙ্গে তার চাচা আজিজ হাওলাদারের ছেলে কবির হাওলাদার (৩০), মনির হাওলাদার (৫৫) ও সাদ্দাম হাওলাদারের (২৮) পারিবারিক বিরোধ চলছিল। দুই পক্ষের মধ্যে গাছ কাটা নিয়ে গত বৃহস্পতিবার মারামারি হয়। এ ঘটনায় শুক্রবার আমির হাওলাদার ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দেন। ঘটনা তদন্তের জন্য ঝালকাঠি থানার এএসআই অনিমেষ শনিবার সকালে কবিরের বাড়িতে গিয়ে তদন্ত করে আসেন। এতে ক্ষিপ্ত হয় কবির ও তার পরিবারের লোকজন বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে ঢুকে আমির আলীকে কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে স্ত্রী ফিরোজা বেগম ও ছেলে মাহফুজ আসলে তাদেরকেও কোপানো হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। তার বাবা ও মাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আনোয়ার সাঈদ ঘটনাস্থলে গিয়েছিলাম। পারিবারিক বিরোধে তিনজনকে কুপিয়ে আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে মাহফুজ নামে একজন মারা যান।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য চাচা মোস্তফা হাওলাদারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নাঈম হাসান ঈমন/আরএআর