নাটোরের সিংড়ায় পরিবেশকর্মীদের সহায়তায় উদ্ধার হয়েছে একটি আহত বাজপাখি। পরে উপজেলা প্রাণী সম্পদ অফিসে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়।

শুক্রবার (৩১ মে) সকালে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পাখিটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক তারের সাথে ধাক্কা লেগে বাজপাখিটি মাটিতে পড়ে যায়। আহত পাখিটি উড়তে না পেরে বাসস্ট্যান্ড এলাকায় বসে থাকে। পরে খবর পেয়ে স্থানীয় পরিবেশকর্মীরা বাজপাখিটি উদ্ধার করে সিংড়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তারের পরামর্শে সুচিকিৎসা দেওয়া হয়েছে। 

সিংড়া মডেল প্রেস ক্লাব ও পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে বাজপাখিটি সম্ভবত শারীরিকভাবে দুর্বল ছিল। শুক্রবার বৈদ্যুতিক তারে ধাক্কা খেয়ে পাখিটি মাটিতে পড়ে যায়। সেখানেই পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে পাখিটি উদ্ধার করে সুচিকিৎসা দেওয়া হয়। সুস্থ হলে পাখিটিকে অবমুক্ত করে দেওয়া হবে।

গোলাম রাব্বানী/পিএইচ