পাবনার ঈশ্বরদীতে কলাবাগানে কাজ করে বাড়ি ফেরার পথে বিষধর সাপের কামড়ে হাফিজুর রহমান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার( ৩১ মে) সকালে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের পূর্ব দীঘাপাড়ায় সাপের কামড়ে আহত হন হাফিজুর। তিনি ওই এলাকার আফসার হোসেন খানের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সাপের কামড় খেয়ে তিনি কয়েক ঘণ্টা ক্ষেতে পড়েছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। 

হাফিজুরের মামাতো ভাই আব্দুল মজিদ জানান, বৃহস্পতিবার বিকেলে হাফিজুর দাদাপুর চরে কলা বাগানে কাজ করে বাড়িতে ফিরছিলেন। এ সময় বিষধর একটি সাপ তাকে দংশন করে। পরে তাকে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া হয়। পরে চাটমোহরের ওঝা দিয়ে চিকিৎসা করার পর বাড়িতে নিয়ে আসা হয়। এরপর আজ সকালে অবস্থার অবনতি হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। এমতাবস্থায় তাকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাফিজুরের ভগ্নিপতি সাংবাদিক হাসান আদিব তার ফেসবুকে উল্লেখ করেছেন, ঈশ্বরদীর পদ্মার চরে নিজের জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে বিষধর রাসেলস ভাইপার সাপে কামড়েছিল তাকে। এরপর কোনোভাবে পরিবারের এক-দুজনকে মোবাইলে কল দিয়েছিলেন। এরপর ধু ধু পদ্মার চরে প্রায় তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর বাদামক্ষেতে পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। শেষ পর্যন্ত বাঁচানো গেল না! দীর্ঘ সময় বিষের তীব্র যন্ত্রণায় ছটফট করে মারা যান তিনি।

সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমলাক হোসেন বাবু বলেন, গতকাল ওই কৃষক তার জমিতে কাজ করছিলেন। এ সময় কালো গোখরা সাপ কামড় দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসে। এরপর চাটমোহরের এক ওঝার কাছে চিকিৎসা নেয়। পরে আজকে ভোরে অবস্থার অবনতি হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম বলেন, গতকাল আমাদের এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে চাটমোহরের এক ওঝার কাছে চিকিৎসা নেয়। আজ সকালে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসলে মৃত অবস্থায় পাওয়া যায়। স্বজনরা কামড় দেওয়া সাপের নাম ঠিকমতো বলতে পারেনি। তবে সেই সাপটি গোখরা সাপ বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রাকিব হাসনাত/আরএআর