টাকা কেড়ে নিয়ে শিশুকে নদে ধাক্কা, ২০ দিন পর মরদেহ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের ২০ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে মুজাহিদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার সানন্দবাড়ী এলাকায় ব্রহ্মপুত্র নদে মরদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে তারা।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ মে) দুপুরে মুজাহিদ তার বাবা-মায়ের অগোচরে ৫০০ টাকার নোট নিয়ে বাড়ির পাশের এক দোকানে যায়। এ সময় শিশু মুজাহিদের পিছু নেয় শামিম নামের এক কিশোর। পরে টাকা হাতিয়ে নেওয়ার কৌশল হিসেবে বেড়ানোর কথা বলে শিশু মুজাহিদকে বাড়ির নিকটবর্তী নদীর পাড়ে নিয়ে যায় সে।
মুজাহিদের কাছ থেকে শামিম জোরপূর্বক টাকা কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে নদে ফেলে দেয়। এরপর থেকেই নিখোঁজ হয় মুজাহিদ। এ ঘটনার পর থেকে ভয়ে শামিম হোসেন গা ঢাকা দেয়। এতে করে নিখোঁজ মুজাহিদের স্বজনরা শামিমকে সন্দেহ করতে শুরু করে। এরপর পুলিশকে জানালে দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে শামিমকে আটক করা হয়।
এর মধ্যেই গতকাল (বৃহস্পতিবার) সকালে যমুনা নদীতে শিশু মুজাহিদের মরদেহ ভেসেতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, নদ থেকে শিশু মুজাহিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের পর শামিম নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে সে দায় স্বীকার করে। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। বর্তমানে সে কারাগারে রয়েছে।
রকিব হাসান নয়ন/কেএ