বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের ভোটের সময় স্লিপ বিতরণের অভিযোগে শেরপুর পৌরসভার কাউন্সিলর ইমরান শুভকে আটক করা হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টার দিকে শাজাহানপুর উপজেলার বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটনাটি ঘটে। 

শুভ ইমরান শেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর এবং শেরপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক। 

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম জানান, শেরপুর পৌর সভার কাউন্সিলর শুভ ইমরান বহিরাগত। তিনি বামুনিয়া কেন্দ্রে এক প্রার্থীর হয়ে স্লিপ বিতরণ করছিলেন। বহিরাগতরা এমন কাজ ভোটের সময় করতে পারেন না। তাই তাকে আটক করে শাজাহানপুর পুর থানায় সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুভ শাজাহানপুর উপজেলায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহিনের হয়ে নির্বাচনে কাজ করছিলেন।

আসাফ-উদ-দৌলা নিওন/আরকে