লোকালয়ে ভেসে আসা ৩টি হরিণ উদ্ধার করলো বন বিভাগ
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সুন্দরবন থেকে লোকালয়ে ভেসে আসা তিনটি জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি এগুলোকে অবমুক্ত করা হয়। মঙ্গলবার (২৮ মে) সকালে বুড়িগোয়ালিনী, গাবুরা, চুনকুড়ি নামক এলাকা থেকে হরিণ তিনটি উদ্ধার করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক একেএম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলের নদ-নদী ছিল উত্তাল। এসময় স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি ৫ থেকে ৭ ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। ফলে লোকালয়ে ভেসে আসে হরিণ।
মঙ্গলবার সকালে বুড়িগোয়ালিনী, গাবুরা, চুনকুড়ি নামক এলাকায় ভেসে আসা হরিণ তিনটি সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিতে অবমুক্ত করা হয়।
বিজ্ঞাপন
মোহাম্মদ মিলন/আরকে