গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সন্তানের মৃত্যু, দগ্ধ মা-বাবা
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লিংকন নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মা-বাবা। তারা চিকিৎসাধীন।
শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এর আগে বুধবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা ডাকবাংলা ভবনের পাশের বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাইফুল ইসলাম (৩৫), তার স্ত্রী লায়লা বেগম (২৫) ও সন্তান লিংকন দগ্ধ হন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, বুধবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন লায়লা বেগম। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে বিকট শব্দে তারা তিনজন ছিটকে পড়ে যান। এ সময় তাদের শরীরে আগুন ধরে যায়। শিশুটির শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে। প্রথমে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক রংপুরে রেফার্ড করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শিশুটি মারা যায়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান ঢাকা পোস্টকে বলেন, শিশুসহ তার মা-বাবা দুজনের শরীর পুড়ে গেছে। শিশুটির বাবা সাইফুল ডাকবাংলোর কেয়ারটেকার।
কালীগঞ্জ ফায়ার স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবু তাহের ঢাকা পোস্টকে বলেন, ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। সেসময় তাদের হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি তদন্ত করা হয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
নিয়াজ আহমেদ সিপন/এএম