ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাগেরহাটের তিন উপজেলার ৪টি রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করায় রোববার (২৬ মে) দুপুরে মোরেলগঞ্জ, রায়েন্দা-মাছুয়া ও মোংলা রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে সড়ক বিভাগ। তবে বিকেল নাগাদ মোরেলগঞ্জে ফেরি চালু করে কিছু যানবাহন পারাপার করা হয়েছে। সন্ধ্যা থেকে আবারও ফেরিটি বন্ধ রাখা হয়েছে।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ফেরি বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে বিকেলে কিছুক্ষণের জন্য ফেরি পরিচালনা করা হয়েছে। এখন বন্ধ রয়েছে।

এ ছাড়া জেলা সড়ক বিভাগের সব সড়ক স্বাভাবিক রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় জেলায় মোট ৩৫৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে অর্ধলক্ষাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। নৌবাহিনী, কোস্ট গার্ড, রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবকরা এলাকাবাসীকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য কাজ করছে।

শেখ আবু তালেব/এমজে