ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে খালের পানিতে গোসলে নেমে চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে গোদাগাড়ী পৌরসভার সরমংলা এলাকায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের পানি সেচ কাজে ব্যবহৃত খালে ডুবে তাদের মৃত্যু হয়। 

নিহতরা হচ্ছে গোদাগাড়ী পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের সরমংলা এলাকার ইসরাফিল হোসেন বিপ্লবের ছেলে আসলাম হোসেন ( ৮) ও আবু বক্কর সিদ্দিকের মেয়ে মিম (১০)। নিহতরা সম্পর্কে চাচাতো ভাইবোন। 

পুলিশ জানায়, দুপুর ২টার দিকে সরমংলা এলাকার খালে গোসল করতে যায় আসলাম ও মিম। পরিবারের লোকজন অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। আশপাশে তাদের না পেয়ে পরিবারের লোকজন সরমংলা খালের পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে আড়াইটার দিকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, তারা সব সময় একসঙ্গেই থাকতো ও খেলাধুলা করতো। দুপুরে কাউকে কিছু না জানিয়ে তারা খালের পানিতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

শাহিনুল আশিক/আরএআর