ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। তাই সৈকতে থাকা পর্যটকদেরকে বার বার মাইকিং করে নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। তবে সবকিছু উপেক্ষা করে পর্যটকরা মেতেছেন ঢেউয়ের তালে গোসলে।

শনিবার (২৫ মে) সকাল থেকেই উত্তাল ঢেউ উপভোগ করতে আনন্দ উল্লাসে মেতেছেন পর্যটকরা। তবে অনেক পর্যটক নির্দেশনা মেনে সৈকতের পাশে বসেই উপভোগ করছেন উত্তাল সমুদ্রের ঢেউ।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে। বর্তমানে উপকূলের আকাশে জমতে শুরু করেছে কালো মেঘ।

ঢাকার মোহাম্মদপুর থেকে বেড়াতে আসা পর্যটক নাবিল হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর পেয়েই কুয়াকাটায় বেড়াতে আসলাম। এ আবহাওয়ায় সমুদ্র অনেক উত্তাল থাকে। উত্তাল সমুদ্র দেখতে আমার ভালো লাগে। তাই উপভোগ করার জন্যই চলে এসেছি কুয়াকাটা। 

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল। যে কোনো সময় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছি। উত্তাল ঢেউ দেখে অনেক পর্যটক গোসলে মেতেছেন। সেজন্য আমরা মাইকিং করছি বারবার। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের একাধিক টিম টহলে রয়েছে। 

এসএম আলমাস/এএএ