রাজবাড়ীতে ছাত্রদলের কর্মী সমাবেশে ধাওয়া-পাল্টা ধাওয়া
রাজবাড়ী জেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। গতকাল জেলা শহরের আজাদী ময়দানে জেলা বিএনপির কার্যালয়ে কর্মী সম্মেলন শেষে এ ঘটনা ঘটে।
জানা গেছে,কর্মী সম্মেলনের শুরুর দিকে অতিথিদের সামনেই চেয়ারে বসা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কর্মীদের শান্ত করতে বার বার মাইকে ঘোষণা দেন। পরবর্তীতে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহিনের হস্তক্ষেপে হট্টগোল নিয়ন্ত্রণে আনা হয়। কর্মী সম্মেলন শেষে ওই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির পার্টি অফিসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে শুরু হয় আবার ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় উভয় দলকেই দেশীয় অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
বিজ্ঞাপন
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের সভাপতিত্বে কর্মী সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
রাজবাড়ী জেলা ছাত্রদলের সদস্য সচির মো. শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ।
আরও পড়ুন
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, চেয়ারে বসা নিয়ে গোয়ালন্দের ছাত্রদলের এক নেতার সাথে অপর একটি পক্ষের হাতাহাতি হয়।পরবর্তীতে আমরা সব মিটমাট করে দিয়েছি।
মীর সামসুজ্জামান সৌরভ/এনএফ